• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০১:১৫ পিএম
প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতিসংক্রান্ত তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বিভাগীয় উপপরিচালকদের এই নির্দেশ দেওয়া হয়।

রোববার (১২ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নির্দেশনায় জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়গুলোয় রোববার (১২ সেপ্টেম্বর) থেকে রুটিন অনুযায়ী সরাসরি শ্রেণি পাঠদান শুরু হয়েছে। প্রতিদিন বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী সরাসরি পাঠদানে উপস্থিত রয়েছে, সে সম্পর্কিত তথ্য প্রয়োজন। প্রতিটি বিভাগের জেলাভিত্তিক তথ্য সমন্বয় করে নির্ধারিত ছক অনুযায়ী পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

নির্ধারিত ছকে দুই শিফটের জন্য চাওয়া প্রতিবেদনে সংখ্যা আলাদাভাবে ছাত্রছাত্রীর সংখ্যা উপস্থিতির সংখ্যা, উপস্থিতির শতকরা হার উল্লেখ করতে বলা হয়েছে।

Link copied!