• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জাবির ট্রেজারার হলেন অধ্যাপক রাশেদা আখতার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৬:৪৭ পিএম
জাবির ট্রেজারার হলেন অধ্যাপক রাশেদা আখতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আইন ১৯৭৩-এর ১৪ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করেছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য তিনি উক্ত পদে বহাল থাকবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার গণমাধ্যমকে বলেন, “আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ।”

এর আগে অধ্যাপক রাশেদা আখতার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি, যৌন হয়রানি নিরোধ কেন্দ্রের প্রধান এবং ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক সহ নানা দায়িত্ব পালন করেন।

Link copied!