যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সম্ভাব্য ২২ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৩২ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সারাদেশে ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা।
পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা তাদের নানারকম অনুভূতি ব্যক্ত করেন। তানভীর নামে এক পরীক্ষার্থী বলেন, “পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হলে কোনো সমস্যা হয়নি। স্যাররা যথেষ্ট আন্তরিক ছিলেন।”
আরেক পরীক্ষার্থী ফারহানা হোসেন সাথী বলেন, “পরীক্ষার প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে। এছাড়া পরীক্ষা দিতে কোন সমস্যা হয় নাই। মূল গেট থেকেই বিভিন্ন আঞ্চলিক সংগঠন, রোভার, বিএনসিসি, ছাত্রলীগ থেকে সহযোগিতা পেয়েছি।”
পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। অপর্ণা নন্দী নামে একজন অভিভাবক বলেন, “গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয়ে ভালোই হয়েছে। আমরা বাড়ির কাছেই পরীক্ষা দিতে পেরেছি। ফলে দুর্ভোগ অনেকখানি কমেছে। সামনেও যেন এ ধারা অব্যাহত থাকে।”
কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, “সবার সার্বিক সহযোগিতায় আমরা ‘এ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি। সামনেও এরকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।”