• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আবার পিছিয়ে গেলো চবির ভর্তি পরীক্ষা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ১২:২০ পিএম
আবার পিছিয়ে গেলো চবির ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা আবারও পেছানো হয়েছে। যা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে।

বুধবার (১১ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সংবাদপ্রকাশকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, “করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।”

চবির ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২২ জুন থেকে। কিন্তু করোনার পরিস্থিতির কারণে তা পিছিয়ে নেওয়া হয়েছিল ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। তৃতীয় ধাপে আবারও পিছিয়ে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

Link copied!