‘২১ ব্যাচের ফুলের মালা ২২ কেন অবহেলা’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ৪ দফা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার সময় শহরের পান্নাচত্বরে অবস্থান কর্মসূচি গ্রহণ ও একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। এসময় বিক্ষোভটি শহরের প্রধান সড়ক হয়ে প্রেসক্লাব চত্বর ঘুরে শহরের পান্নাচত্বরে এসে অবস্থান নেয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, “৫০% সিলেবাস দিতে হবে , সিলেবাসের উপর সময় নির্ধারণ, গ্রুপিয়ান বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং ২০২২ সালের পরীক্ষার প্রঙ্গাপন দিতে হবে।”
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিল রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ ও পাংশা সরকারি কলেজের এইচএসসি-২২ ব্যাচের শিক্ষার্থীরা।