কুমিল্লার বরুড়ায় দুইদিনে তিন শিশুকে ধর্ষণে অভিযুক্ত সেই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার চান্দিনা উপজেলার গৌরীপুর বাজার থেকে বুধবার (২৩ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।
গ্রেপ্তার বৃদ্ধের নাম আলী আকবর। তিনি বরুড়া উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
এসপি ফারুক আহমেদ বলেন, “তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে আকবর পলাতক ছিলেন। আজ বেলা ১২টার দিকে তাকে চান্দিনার গৌরীপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।”
শিশুদের স্বজনদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, মাদ্রাসার মাঠে শিক্ষার্থীরা প্রতিদিন খেলাধুলা করে। আলী আকবরের বাড়ি থেকে ৩০০ গজের মধ্যেই ওই মাদ্রাসা। আকবর দিনের বেশির ভাগ সময় বাড়িতে একা থাকেন। গত ১৯ ও ২০ মার্চ শিশুরা মাঠে খেলতে গেলে তাদের চকলেট ও ১০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ওই তিন শিশুর বয়স ১০ বছরের কাছাকাছি। তাদের মধ্যে দুজন চাচাতো বোন। তারা তিনজনই স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।
ওসি আরও জানান, সোমবার রাতে শিশুদের পরিবার থানায় গিয়ে অভিযোগ দেয়, যা পরে দুটি মামলা হিসেবে রেকর্ড হয়।