• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

২ শহীদের নামে বৃক্ষ রোপণ


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৬:৫৪ পিএম
২ শহীদের নামে বৃক্ষ রোপণ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের উত্তর সারটিয়া মধ্যপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শহীদ মোজাম্মেল হক ও শহীদ মেনছের আলীর নামে আমলকির গাছ রোপণ করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ ) বিকেলে গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে শিয়ালকোলের উত্তর সারটিয়া মধ্যপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষ রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, নব কুমার কর্মকার, শহিদুল আলম প্রমুখ।

এ সময় গ্রামের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Link copied!