• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

২ মাদকব্যবসায়ীকে আমৃত্যু, একজনকে যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৬:০০ পিএম
২ মাদকব্যবসায়ীকে আমৃত্যু, একজনকে যাবজ্জীবন

নড়াইলে পৃথক দুটি মাদক মামলায় দুইজনকে আমৃত্যু এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন।

এর মধ্যে যশোরের চৌগাছা থানার হুদাপাড়ার জুয়েল রানা ও কারিগরপাড়ার জহুরুল ইসলামকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তারা দুজন পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ নভেম্বর সকালে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় ইঞ্জিলচালিত করিমন গাড়িতে থাকা জুয়েল রানা ও জহুরুলের কাছ থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনের নামে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। তারা মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের দিকে আসছিল।

অন্য একটি মামলায় রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত যশোরের কোতোয়ালি থানার খোজারহাট দক্ষিণপাড়ার কার্তিক দেবনাথকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৩ সালের ১১ অক্টোবর নড়াইল-যশোর সড়কের আবাদ এলাকায় ইঞ্জিলচালিত আলমসাধু গাড়িতে থাকা কার্তিক দেবনাথের কাছ থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। কার্তিক মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের দিকে আসছিল। এ ঘটনায় তার নামে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আলাদা দুটি মাদক মামলায় এ রায় ঘোষণা করেন। 

Link copied!