• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

১৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০১:১৭ পিএম
১৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরীতে আব্দুল্লাহ (১১) নামের দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) নিখোঁজ ছাত্রের বাবা সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন।

গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় আবদুল্লাহ। আবদুল্লাহ সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার মো. সজীবের ছেলে। 

আবদুল্লাহর মা কুলসুম আক্তার জানান, মঙ্গলবার মাদ্রাসার এক শিক্ষক রাত সাড়ে আটটায় ফোন করে জানান আবদুল্লাহকে পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের সব এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। মাদ্রাসা গিয়ে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। পরে কোনো সন্ধান না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করা হয়। 

দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা মো. আবদুল আলিম জানান, গত ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে বের হলে সে আর আসেনি। এর পর থেকে নিখোঁজ আবদুল্লাহ। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, “এ ঘটনায় ওই ছাত্রের বাবা জিডি করেছেন। আমরা খোঁজ নিচ্ছি।”

Link copied!