মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (২৬) ও একই উপজেলার ভাষিয়ালি কৃষ্টপুর গ্রামের মো. নয়ন মিয়ার ছেলে মো. এরশাদ আলী (৩৩)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি গ্রাম থেকে ৫ গ্রাম হেরোইনসহ রাসেলকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১১টার দিকে উপজেলার জান্না গ্রাম থেকে ৫০ গ্রাম হেরোইনসহ এরশাদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।