ফরিদপুরের জেনারেল হাসপাতালে ঢুকে মো. রাসেল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ওই যুবককে কুপিয়ে জখম করা হয়।
আহত মো. রাসেলের বাড়ি ফরিদপুর শহরের টেপাখোলার বৃন্দাবন মোড় এলাকায়। তিনি ওই এলাকার আবুল খায়েরের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে কর্মরত ইলা শিকদার নামে এক নার্সের সঙ্গে কথা-কাটাকাটি হয় রাসেলের। পরে এর জের ধরে বহিরাগত কয়েকজন যুবক রাসেলের বুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রাসেলের অবস্থা আশঙ্কাজনক।
ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুজ্জামান জানান, রাসেলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।