• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগকর্মী নিহত


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০২:০০ পিএম
সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগকর্মী নিহত

সাতক্ষীরার চুকনগরে সড়ক দুর্ঘটনায় রাজন ইসলাম (২০) নামের এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে চুকনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজন ইসলাম সাতক্ষীরা শহরের পারকুখরালী মেঝমিয়ার মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহত যুবকের নাম মেহেদি হাসান (২২)। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মিজানুর রহমানের ছেলে। আহত ও নিহত যুবক শহর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, রাজন ও মেহেদি মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। চুকনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন মেহেদি। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।

Link copied!