নারায়ণগঞ্জের সোনারগাঁ মডেল প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা জালাল টাওয়ারের তৃতীয় তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ফারুক হাসান। সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আজকের সোনারগাঁও ডট কম-এর সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি মো. ফারুক হাসানকে আহবায়ক, দৈনিক এই বাংলার সোনারগাঁ প্রতিনিধি ও বিবিসি প্রেস ডটকম-এর বার্তা সম্পাদক গাজী আলমগীর হোসেনকে যুগ্ম আহবায়ক ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. আরিফ হোসেনকে সদস্য সচিব করা হয়।
সদস্য নির্বাচিত হন নাজিমুদ্দিন মোল্লা সোনারগাঁ প্রতিনিধি দৈনিক অগ্নিশিখা, দৈনিক আজকের সংবাদ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. সুমন আল হাসান, কাজী ইকবাল হোসেন কাদরী সোনারগাঁ প্রতিনিধি দৈনিক সচেতন ও মো. তৌরব হোসেন টপ ক্রাইম নিউজ ডটকম সোনারগাঁ প্রতিনিধি।