সিলেটে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। গত কয়েকদিন ধরেই সংক্রমণের হার উর্ধ্বমুখী। তবে মাঝে-মধ্যে এই হার ওঠা-নামা করছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল থেকে শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩.০৯ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ জানায়, প্রায় তিন মাস সিলেট বিভাগে করোনার সংক্রমণ কম ছিল। শূন্য থেকে ১ শতাংশের আশপাশে ঘুরপাক খাচ্ছিল সংক্রমণের হার। ডিসেম্বরের ৬, ১১, ১৪, ১৯ ও ২৬ তারিখ সংক্রমণের হার ছিল শূন্য। ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল ১.৩১ শতাংশ, ২ জানুয়ারি ০.৪২, ৩ জানুয়ারি ১.২০ ও ৪ জানুয়ারি ১.৫২ শতাংশ। ৫ জানুয়ারি সংক্রমণ ছিল তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি। সেদিন সংক্রমণের হার ছিল ৩.১৪ শতাংশ।
এরপর বৃহস্পতিবার (৬ জানুয়ারি) করোনা সংক্রমণের হার ছিল ২.৮৮ শতাংশ। এদিন রোগী শনাক্ত হন ২২ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সংক্রমণের হার ছিল ১.৬১ ভাগ। এই সময়ে ১৩ জন করোনা রোগী শনাক্ত হন। সর্বশেষ শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৩ শতাংশ ছাড়িয়ে গেছে। এই সময়ে ৫৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সংক্রমণের হার ৩.০৯ ভাগ। শনাক্তদের মধ্যে ১৪ জন সিলেট জেলার বাসিন্দা, বাকিরা সুনামগঞ্জের।
এ প্রসঙ্গে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, “করোনার সংক্রমণ বিশ্বজুড়েই বাড়ছে। দেশেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই সময়ে সবাইকে সচেতন হতে হবে, মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি মানার দিকে সবার মনোযোগী হওয়া উচিত।”