• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : মাস্টারসহ ৮ জন রিমান্ডে


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৯:২৬ পিএম
শীতলক্ষ্যায় লঞ্চডুবি : মাস্টারসহ ৮ জন রিমান্ডে
ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ কার্গো জাহাজের মাস্টারসহ আটজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ মার্চ) বিকেলে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন কার্গো জাহাজের মাস্টার রমজান আলী শেখ, নুরুল আলম, কর্তব্যরত প্রকৌশলী আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার রিয়াদ হোসেন।

এর আগে গত ২০ মার্চ দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী ‘আফসার উদ্দিন’ নামের ওই লঞ্চটি ডুবে যায়। এরপর ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

Link copied!