নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী এমএম আশরাফ উদ্দিন নামের একটি লঞ্চডুবির ঘটনায় চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে স্থানীয় লোকজন চার যাত্রীর মরদেহ উদ্ধার করে বন্দর থানার কাছে হস্তান্তর করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা।
দীপক সাহা বলেন, “১৫০ জন যাত্রী নিয়ে এল এম আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সদর উপজেলার আলামিন নগর এলাকায় রোববার দুপুর ২টার দিকে সিটি গ্রুপের কার্গো জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়। এ ঘটনায় এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।”
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, “ডুবুরিদের একটি দল উদ্ধারের কাজ করছে। হেডকোয়ার্টার এবং বন্দর থেকে আরও দুটি ইউনিট পাঠানো হচ্ছে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বলেন, “লঞ্চটি নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সিটি গ্রুপের মালিকানাধীন রূপসী-৯ কার্গো জাহাজ একে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়।”
এর আগেও শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবে প্রাণহানি হয়েছে। নৌপুলিশ ও সংশ্লিষ্টরা ঠিকমতো তদারকি না করায় শীতলক্ষ্যা অনিরাপদ হয়ে উঠেছে।