• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শপথ নেওয়ার পর ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০১:৫৪ পিএম
শপথ নেওয়ার পর ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় শপথ নেওয়ার পর রাঙ্গামাটির ৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানদের গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে শপথ নেওয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যানরা হলেন সদর উপজেলার কুতুকছড়ির ইউপি চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপম চাকমা।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জণ ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত চেয়ারম্যানদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!