জয়পুরহাট চিনিকলের ২০২১-২০২২ মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করা হয়েছে।
গত মৌসুমের ৭৫ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই দেশের সর্ববৃহৎ জয়পুরহাট চিনিকলের উৎপাদন শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে আলোচনা ও দোয়া শেষে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই শুরু করা হয়।
আলোচনা সভায় মিলের ব্যবস্থপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শামছুল আলম দুদু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বাণিজ্যিক পরিচালক যুগ্ম সচিব আনোয়ার হোসেন, বিএফআইসির অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মোহসীন আলী। এ ছাড়াও আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, শ্রমিক ফেডারেশনের সাধারণ সভাপতি আখতার হোসেন।
চিনিকল কর্তৃপক্ষ জানায় চলতি মৌসুমে ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হবে।