পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রায়হান হাওলাদার (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী-মির্জাগঞ্জের পায়রাকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান আউলিয়াপুর ইউনিয়নের উত্তর বাদুরা গ্রামের বাসিন্দা সানু হাওলাদার ছেলে।
রায়হান এ বছর পটুয়াখালী সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন।
নিহতের ভগ্নীপতি মো. ফোরকান সিকদার জানান, রায়হান দুপুরে বাসা থেকে কোচিং সেন্টারের উদ্দেশে বের হয়। কোচিং শেষ করে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল যোগে পটুয়াখালী-মির্জাগঞ্জের পায়রাকুঞ্জ এলাকায় ঘুরতে যান। সন্ধ্যায় পায়রাকুঞ্জ এলাকার মোড় অতিক্রমকালে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকলিমা বেগম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রায়হানের মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, “লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”