• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মাদ্রাসাছাত্রকে দিয়ে ম্যাসেজ করানোর কথা বলে বলাৎকার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৮:৪৭ পিএম
মাদ্রাসাছাত্রকে দিয়ে ম্যাসেজ করানোর কথা বলে বলাৎকার

জামালপুরের ইসলামপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে ছামছুল হক সাজু (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাদ্রাসাছাত্রের বড় ভাই মাদ্রাসায় খাবার দিতে গেলে বিষয় জানেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার সভারচর দারুত তাহফিজ হিফজুল কোরআন মাদ্রাসার নুরানী শাখার ১০ বছর বয়সী এক ছাত্রকে ডেকে নিয়ে শরীর ম্যাসেজ করান মাদ্রাসার সহকারী শিক্ষক ছামছুল হক সাজু। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন তিনি। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজুকে আটক করে থানায় নিয়ে যায়।

শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
 

Link copied!