• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভ্যাকসিন নিতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৬:২১ পিএম
ভ্যাকসিন নিতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়

ফরিদপুরে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন ফাইজার। আর তা পাওয়ার আশায় সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা  ফরিদপুর জেনারেল হাসপাতালে ভিড় করতে দেখা গেছে। সঙ্গে ছিল তাদের লম্বা লাইনও।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, হাসপাতালটিতে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত করোনার প্রতিষেধক হিসেবে ফাইজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। স্কুল থেকে আসা ছাত্র-ছাত্রীদের হাতে রেজিস্ট্রেশন কার্ড ও জন্ম নিবন্ধনের ভিত্তিতে এসব টিকা দেওয়া হচ্ছে।

সরেজমিনে রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ফাইজারের ভ্যাকসিন পাওয়ার আশায় সেখানে ছাত্র-ছাত্রীদের লম্বা লাইন। তারপাশেই আবার দেওয়া হচ্ছে বয়স্কদের করোনা ভ্যাকসিন।

একাধিক স্কুল শিক্ষার্থীরা জানায়, তাদের অনেকেরই পরীক্ষা শেষ। তাই তারা এই সুযোগে ভ্যাকসিন নিয়ে নিচ্ছে।

অন্যদিকে হাসপাতালটিতে টিকা প্রদানকারীরা একাধিক ব্যক্তি জানায়, তারা প্রতিদিন গড়ে ৫-৬ শত ছাত্র-ছাত্রীকে এ ভ্যাকসিন দিচ্ছেন। তারা বলেন, সকাল ৯ টা থেকে এ ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয়  এবং বেলা দেড়টা পর্যন্ত তা অব্যাহত থাকে। তবে সকাল আটটা থেকেই ভ্যাকসিন পাওয়ার আশায় ছাত্র-ছাত্রীরা ভীড় করেন এ কেন্দ্রে।

Link copied!