নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে মো. তারেক রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার মো. তারেক রহমান উপজেলার ৮ নম্বর চর এলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে।
শনিবার (২৬ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। এর আগে শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাংচিল বাজার থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আর বলা হয়, ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী নারী গত বছরের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় দেবর তারেককে আসামি করে মামলা করেন। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তারেক বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। বুধবার ২৩ মার্চ মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হলে গোয়েন্দা পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করে।