• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বৈদ্যুতিক খুঁটি চাপায় প্রাণ গেল যাত্রীর


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৯:৫৭ পিএম
বৈদ্যুতিক খুঁটি চাপায় প্রাণ গেল যাত্রীর

ঢাকার ধামরাইয়ে চলন্ত সিএনজির উপর বিদ্যুতের খুঁটি পড়ে ইমরুল কাউসার নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পথচারীরা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের কাওলীপাড়া ও সাটুরিয়ার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

ইমরুল কাউসার ধামরাইয়ের আমতা ইউনিয়নের শিয়ালোপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কাওলীপাড়া সাটুরিয়া আঞ্চলিক সড়কে পল্লীবিদ্যুতের এক ঠিকাদার প্রতিষ্ঠান খুঁটির কাজ করছিলেন। এ সময়ে দুর্ঘটনাবশত একটি খুঁটি দাঁড় করাতে গিয়ে চলন্ত সিএনজির উপর পড়ে যায়। এতে খুঁটির চাপা পড়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় সিএনজি চালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Link copied!