• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

বিদ্যুতের দাবিতে সাঁওতাল-বাঙালি কৃষক বিক্ষোভ


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৭:২৬ পিএম
বিদ্যুতের দাবিতে সাঁওতাল-বাঙালি কৃষক বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল-বাঙালি কৃষক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম সাঁওতাল পল্লীর ১ হাজার ৮৪২.৩০ একর জমিতে সেচ পাম্পে সহজ শর্তে পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের দাবিতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে কাটামোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি ভূমি রক্ষা সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও সামাজিক সংগ্রাম পরিষদ এই সমাবেশের আয়োজন করে। এরআগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকারকর্মী অঞ্জলী রাণী দেবী, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির (মার্কসবাদী) নেতা মৃনাল কান্তি বর্মন, আদিবাসী নেতা সুবল হেমব্রম, প্রিসিলা মুরমু, তৃষ্ণা মুরমু, সমাস হেমব্রম, শরিফুল ইসলাম, হাজী নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনিছুর রহমান ময়নুল।

বক্তারা সাহেবগঞ্জ-বাগদাফার্ম সাঁওতাল পল্লীর ১ হাজার ৮৪২.৩০ একর জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃক সেচ পাম্পে সহজ শর্তে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের দাবি জানান। পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃক সেচ পাম্পে সহজ শর্তে বিদ্যুৎ সরবরাহ না পেলে আগামীতে কঠোর আন্দোলন পালন করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন তারা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!