হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছিল দুই ব্যক্তির লাশ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার দুটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার শিবপাশা বাজার এলাকায় স্থানীয় লোকজন লাশ দুটি দেখতে পান। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে তারের মধ্যে দুই ব্যক্তির লাশ ঝুলতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
স্থানীয়রা ধারণা করছেন, তারা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।