চুয়াডাঙ্গা দর্শনায় বাসের চাকায় পিষ্ট হয়ে কামরুল ইসলাম (৪২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় নেন্টু মিয়া (৫০) নামের একজন আহত হন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।
নিহত কামরুল ইসলাম যশোর শহরের নাজির শংকরপুর এলাকার ছাদেক দারোগার মোড়ের নওশের আলীর ছেলে। আহত নেন্টু মিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের পশ্চিমপাড়ার আততাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলযোগে কামরুল ইসলাম ও নেন্টু মিয়া চুয়াডাঙ্গার দিক থেকে যাচ্ছিল। দর্শনা বাসস্ট্যান্ডের কাছে তেঁতুল তলায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লাগে। এতে কামরুল ইসলাম রাস্তার উপর ছিটকে পড়ে যান। এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী শাপলা পরিবহনের নামে একটি বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাসের চালক ও হেলপার পলাতক থাকলেও পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করে থানায় নিয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।”