কক্সবাজার উখিয়ায় টুরিস্ট বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কোটবাজার সড়কের ধুরুমখালী স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুনিয়াপালং ইউনিয়নের আক্তার মেম্বারের ছেলে মনির আহমেদ (৪০)। নিহত অপর ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুস ছামাদ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ছামাদ জানান, উখিয়া কোটবাজার সড়কের ধুরুমখালী স্টেশনে টুরিস্ট বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন নিহত হন। অন্যজন কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।