বাংলাদেশকে বিশ্বের মধ্যে রোল মডেল করতে চাইলে ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
জেলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী মেলা শুরু হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দেশকে এগিয়ে নিতে চাইলে, বিশ্বের মধ্যে রোল মডেল করতে চাইলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে।”
কৃষি ব্যবসা-বাণিজ্য মানেই দেশের অগ্রগতি উল্লেখ করে টিপু মুনশি বলেন, “দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের সরকার প্রাধান্য দেয়।”
শিল্পপার্ক ইকোনমিক জোনের কার্যকম শুরু হলে সিরাজগঞ্জ ঐতিহ্য ফিরে পাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভির ইমাম, বেলকুচি ও চৌহালী আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।