• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বরকত-রুবেলের ১২ বাস পোড়ানোর ঘটনায় মামলা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১০:১৬ এএম
বরকত-রুবেলের ১২ বাস পোড়ানোর ঘটনায় মামলা

ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থ পাচার মামলায় গ্রেপ্তার দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহণের ১২টি বাস পোড়ানোর ঘটনায় মামলা করেছে পুলিশ । 

সোমবার (১৪ মার্চ) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

সুমন রঞ্জন সরকার জানান, শনিবার (১২ মার্চ) রাতে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার বাদী হয়ে বাস পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এদিকে এ ঘটনা তদন্তে রোববার (১৩ মার্চ) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছেন। এ কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. ইমদাদ হোসেনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন। পাঁচ কর্মদিবসের মধ্যে গঠিত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে সাউথ লাইন পরিবহনের ১২টি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ১২টি বাস পুড়ে যায়।

Link copied!