পাবনার কাজীরহাট-আরিচাঘাট নৌপথে ফেরি সংকটের কারণে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক উভয় ঘাটে আটকা পড়েছে। প্রায় তিন কিলোমিটার পথজুড়ে দেখা দিয়েছে পণ্যবাহী ট্রাকের জট।
বিআইডব্লিউটিএর কাজীরহাট ঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতেই কাজীরহাট-আরিচাঘাট নৌপথে ফেরি সার্ভিস চালু করা হয়। চারটি লক্কড়ঝক্কড় ফেরি দিয়ে পণ্যবাহী ট্রাকসহ ছোটখাটো যানবাহন ও মানুষ পারাপার করানো হচ্ছে। মাঝেমধ্যেই দু-একটি ফেরি বিকল হয়ে পড়ে।
মাহবুবুর রহমান বলেন, গত মঙ্গলবার ফেরিতে পণ্যবাহী ট্রাক ওঠানোর সময়ে পল্টুন থেকে ট্রাক উল্টে যায়। এ ঘটনার পর সারা দিন ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। ফলে অনেক যানবাহন আটকা পড়ে। এই রুটে প্রতিটি ফেরি ছোট, পুরাতন ও লক্কড়ঝক্কড় হওয়ায় যানবাহন পারাপারে ধীরগতিসহ যাত্রী ও চালকদের অসুবিধায় পড়তে হচ্ছে। এই ঘাট থেকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরি দুটি অন্য ঘাটে স্থানান্তর করায় এই ভোগান্তি আরও বেড়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, উত্তরাঞ্চলের মানুষের সুবিধার জন্যই এই ফেরি সার্ভিস চাল করে নিম্নমানের সেবা প্রদান করা হচ্ছে। ঘাটের এই অব্যবস্থাপনায় হাঁপিয়ে উঠেছেন নদী পারাপারের মানুষ, চালক ও শ্রমিকেরা। ফেরি সার্ভিস চালুর পর নৌপরিবহন মন্ত্রণালয় এই ঘাটে সর্বাধিক সুবিধা, বড় বড় ফেরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও অজ্ঞাত কারণে এই সুবিধা থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার সড়কজুড়ে পণ্যবাহী ট্রাকের লাইন। এই ঘাটকেন্দ্রিক ট্রাক টার্মিনাল, আবাসিক হোটেল, পাবলিক টয়লেট, যাত্রীছাউনি নেই কোনো ব্যবস্থা।
চাঁপাইনবাবগঞ্জ, হিলি, পঞ্চগড়, রাজশাহী, যশোর, নওগাঁ, বগুড়া, নাটোর, জয়পুরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, মেহেরপুরসহ বিভিন্ন জেলা থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে এসে পারাপারের জন্য আটকে আছেন চালক ও শ্রমিকেরা।
কয়েকজন চালকের সঙ্গে আলাপকালে তারা বলেন, বঙ্গবন্ধু সেতুতে তাদের নির্ধারিত ওজনের বাইরে গেলেই মহাবিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় ওজন কমবেশি হয়ে যায়। বিড়ম্বনার হাত থেকে রক্ষার জন্যই মূলত কাজীরহাট-আরিচাঘাট নৌপথ বেছে নেওয়া হয়।
কাজীরহাট ঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ফেরি-স্বল্পতার পাশাপাশি ফেরিগুলো ছোট হওয়ায় ৪ থেকে ৬টি পণ্যবাহী ট্রাক পারাপার করানো সম্ভব হয়। যে কারণে প্রতিনিয়ত ট্রাকের জটলা বেড়েই যায়। নতুন করে বড় ফেরি সংযুক্ত করা হলে এই জটলার নিরসন সম্ভব।