পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের আমজাদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়াসিন ওই এলাকার জিয়ারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইয়াসিন বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করার সময় পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন ইয়াসিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির করে।
এক পর্যায়ে পুকুরে শিশুকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।