• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পল্লীকবির ১১৯তম জন্মদিন পালিত


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৮:৪১ পিএম
পল্লীকবির ১১৯তম জন্মদিন পালিত

ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের ১১৯ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) জেলা শহরের গোবিন্দপুর কবির নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক অতুল সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে উপস্থিত সকলকে পল্লীকবির জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, প্রফেসর এমএ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে পল্লীকবির জীবন নিয়ে ‘আমাদের কবি জসীমউদ্দিন’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান।
 

Link copied!