পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় দেয়াল ভেঙে পড়ে চাপা খেয়ে মোজাম্মেল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দেবনগড় ইউনিয়নের সাতমেরা এলাকায় জেমকন গ্রুপের পোল ফেক্টোরির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল একই এলাকার এজার উদ্দীনের ছেলে। মনছুর নামে ব্যবসায়ীর পাথর ক্রাশিং মেশিনের ম্যানেজার ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পাথর লোড করতে একটি ট্রাক্টর পাথর ক্রাশিং মেশিনের সাইটে যায়। এদিকে দেয়ালের পাশে দাঁড়িয়ে সাইটের কাজ করছিলেন মোজাম্মেল হক। এ সময় ট্রাক্টর পেছনের দিকে বেগ দেয়। এতে পাশে থাকা দেয়ালের সঙ্গে ট্রাক্টরটি ধাক্কা খায়। দেয়াল ভেঙে পড়ে আহত হন মোজাম্মেল। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার রংপুর মেডিকেলে পাঠান। কিন্তু পথেই মোজাম্মেলের মৃত্যু হয়।
দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছলেমান আলী জানান, দেয়ালচাপায় মোজাম্মেল নিহত হয়েছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।