• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ১০:৩৫ এএম
ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাওয়াত খাওয়া শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুলাভাই-শ্যালক নিহত হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন গেন্দা (৫০) ও একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মাসুম (২৭)। এরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মারফিন হাসান জানান, বিয়ের দাওয়াত খাওয়া শেষ করে বাড়ি ফেরার সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Link copied!