টাঙ্গাইলের কালিহাতীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নুসরাত জাহান নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত চট্টগ্রামের এলেঙ্গার নাসির উদ্দিনের মেয়ে। নুসরাত এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটী যাচ্ছিলো। নুসরাত তার বন্ধুকে নিয়ে রেললাইনে ঘুরতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার (ইনচার্জ) মাছুম আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহতের বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।