• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জয়নাল হাজারীর সম্মানে সমাবেশ স্থগিত করল বিএনপি


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৩:০৪ পিএম
জয়নাল হাজারীর সম্মানে সমাবেশ স্থগিত করল বিএনপি

ফেনী-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনীতে পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করেছে বিএনপি। প্রয়াত এই আওয়ামী লীগ নেতার প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়নাল হাজারীর জানাজা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে শহরে। সে কারণে তার প্রতি সম্মান জানিয়ে সমাবেশ স্থগিত করা হয়েছে।

এদিকে জয়নাল হাজারীর সম্মানে বিএনপির সভা স্থগিত করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলটির নেতা-কর্মীর মধ্যে। 

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান জয়নাল হাজারী। তিনি ফেনী-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া দীর্ঘ সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

বিকেল সাড়ে ৪টায় ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জয়নাল হাজারীর জানাজার পর শহরের মাস্টারপাড়ার শৈল কুটিরের মুজিব উদ্যানে তাকে সমাহিত করার কথা রয়েছে।

Link copied!