• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জেলের জালে ১৬০ কেজির পাখি মাছ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ১০:৫০ এএম
জেলের জালে ১৬০ কেজির পাখি মাছ

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১৬০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি মাছ। স্থানীয়রা মাছটিকে বলেন ‘পাখি মাছ’। তবে ইংরেজিতে এই মাছটির নাম সেইল ফিশ। মাছটি একনজর দেখার জন্য উপকূলে ভিড় করেন উৎসুক জনতা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলার চরসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মৌলভী আয়ুব নামে এক জেলের জালে অন্য মাছের সঙ্গে ১৬০ কেজি ওজনের বিরল এই পাখি মাছটি ধরা পড়ে। স্থানীয় বাজারে এই প্রজাতির মাছগুলোর চাহিদা না থাকায় ধরা পড়া মাছটি টেকনাফ শহরের মাছের আড়তে নিয়ে যাওয়া হয়েছে।

জেলে মৌলভী আয়ুব বলেন, “পানিতে দ্রুত গতিতে চলাফেরা করা এই পাখি মাছটি এর আগে কখনো আমার জালে ধরা পড়েনি।”

এ ব্যাপারে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার জানান, বিরল প্রজাতির এ মাছটি খেতে বেশ সুস্বাদু। দেশে চাহিদা না থাকলেও দেশের বাইরে মাছটির বেশ চাহিদা রয়েছে। ইংরেজিতে এই মাছটির নাম সেইল ফিশ বলে জানান তিনি।

Link copied!