বাগেরহাটের শরণখোলায় তাহিরা আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে সে স্কুলে যাওয়ার জন্য গোসল করে আসার পর তাকে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। শিশুটির মৃত্যুর কারণ কেউ বলতে পারেনি। ঘটনাটি ঘটে উপজেলার উত্তর সাউথখালী গ্রামের আকবর আলীর বাড়িতে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইউপি সদস্য মো. আলামিন খান জানান, উপজেলার উত্তর সাউথখালী গ্রামের আলী আকবর ও তার স্ত্রী লাইলী বেগম জীবিকার তাগিদে চট্টগ্রামে থাকায় তাদের শিশুকন্যা তাহিরা আক্তার দাদি সখিনা খাতুনের সঙ্গে বাড়িতে থাকতো। তাহিরা আক্তার মধ্য সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। মৃত্যুর আধা ঘন্টা আগে তাহিরা দাদির সঙ্গে উঠানে বসে কলাই ডালের ভুষি পেটাচ্ছিল। পরে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে পাশের খালে গোসল করে ঘরে আসে। এরপরে তার সাড়া না পাওয়ায় দাদি ঘরে উঠে দেখতে পায় তাহিরা চৌকির ওপর পড়ে আছে। এ সময় দাদির চিৎকারে পাশের ঘরের লোকজন ছুটে এসে নাতনিকে মৃত অবস্থায় দেখতে পায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান জানান, উত্তর সাউথখালী গ্রামে তাহিরা নামের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মুখ থেকে ফেনা বের হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
গত ৫ মার্চ সন্ধ্যায় একইভাবে উপজেলার লাকুড়তলা গ্রামে মরিয়ম (১০) নামের এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন।