• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুট

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ১০:৫১ এএম
ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টা থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এতে মাঝ পদ্মায় আটকে রয়েছে ছোট-বড় তিনটি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। সকাল পৌনে ৭টায় চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

ঘাট সূত্রে জানা যায়, শাপলা-শালুক, শাহ মখদুম ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের তিনটি ফেরি মাঝ নদীতে ভাসছে। 

এদিকে ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাশের দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

Link copied!