• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু, আহত ১০


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ১১:২৫ এএম
গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু, আহত ১০

নাটোরে বাস, ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কাঠ ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহের ট্রাক চালক আবু মুসা ও কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলাম।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় রাজশাহীগামী বাসের সঙ্গে কাঠ ভর্তি ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাঠ ব্যবসায়ী আসাদুলকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 

Link copied!