প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। আজকে আমরা তার সুবর্ণজয়ন্তী পালন করছি। আমরা যখন স্বাধীনতার কথা বলি, তখন মুক্তিযোদ্ধাদের কথা আরও বেশি করে তুলে ধরা উচিত। যারা বঙ্গবন্ধুকে মনে করে না, যারা বীর মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা স্বীকার করে না, সেই জাতি এগিয়ে যেতে পারে না। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারাই এগিয়ে যেতে পারে। বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি তার সরকার সবসময় আন্তরিক।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সকল নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর সমন্বিত আয়োজনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে 'বিজয়ের জয়গান' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিলেট জেলা মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি নির্মল কুমার সিংহের সভাপতিত্বে ও বিজয়ের জয়গান উৎসবের সদস্য সচিব সংগ্রাম সিংহ এবং জ্যোতি সিংহার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ডা. নন্দ কিশোর সিংহ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত কুমার সিংহ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন ও গ্রেটার সিলেট আদিবাসী ফোরামের প্রেসিডেন্ট পিডিসিন প্রধান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোর্শেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পা ঘোষ চোধুরী, বাংলার মুখ সিলেটের সদস্য সচিব এনামুল মুনীর, বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভাগীয় সমন্বয়কারী রজত কান্তি গুপ্ত, কমলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছুটন সিংহ প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা সিংহ।
এর আগে সিলেটের বিভিন্ন স্থান থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরিদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও মরনোত্তর সম্মাননা দেওয়া হয়। পরে প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ের জয়গানে শেষ হয়।