• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লায় আরও ৯২ জন করোনায় আক্রান্ত


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৯:৩৫ এএম
কুমিল্লায় আরও ৯২ জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় একদিনে আরও ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৭৯ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৮১৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ২১৪ এবং প্রাণ হারিয়েছেন ৯৫৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ২০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

Link copied!