• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কাঁঠালবাড়িয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী জয়ী


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৮:৪৬ এএম
কাঁঠালবাড়িয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী জয়ী

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ভোটের দুদিন আগেই আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী রেদওয়ানুল হক দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 

আদালতের নির্দেশনা মতে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান এ ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর কাঁঠালবাড়ি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রেদওয়ানুল হক দুলাল নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। মনোনয়ন বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর আপিল করলেও আদেশ বহাল থাকে। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হলে প্রার্থিতা ফিরে পান আব্দুল হক। এরপর প্রতীক বরাদ্দ নিয়ে মাঠে প্রচারণা শুরু করেন। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের আদেশের ফলে আব্দুল হকের নির্বাচনে অংশগ্রহণের আইনত কোনো বৈধতা নেই বলে জানায় নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার রাতে আব্দুল হকের প্রার্থিতা বাতিলের ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে চেয়ারম্যান পদে একমাত্র বৈধ প্রার্থী নৌকা প্রতীকের রেদওয়ানুল হক দুলালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাঁঠালবাড়ি ইউনিয়নে বৈধ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্ধারিত তারিখে অন্যান্য পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!