• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘ওয়ারেন্টভুক্ত’ আসামিদের সঙ্গে জন্মদিন পালন, ওসি প্রত্যাহার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৩:৪৬ পিএম
‘ওয়ারেন্টভুক্ত’ আসামিদের সঙ্গে জন্মদিন পালন, ওসি প্রত্যাহার

জন্মদিনে হত্যাচেষ্টার মামলায় ‘ওয়ারেন্টভুক্ত’ আসামিদের সঙ্গে কেক কাটার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনিকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিধি ভঙ্গ করায় ওসি ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, “গত ২ মার্চ আমার জন্মদিনে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বেশ কয়েকজন কেক নিয়ে অফিসে হাজির হয়। তাদের মধ্যে আরহান মাহমুদ রুবেল ও আলিফের বিরুদ্ধে আরেক ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম হত্যাচেষ্টার মামলায় ওয়ারেন্ট ছিল। এটি আমি একেবারেই অবগত ছিলাম না। কারণ কয়েক মাস আগে আমি এখানে যোগদান করেছি। তাই কার বিরুদ্ধে কী ওয়ারেন্ট ছিল, তা জানতাম না।”

ওসির দাবি, সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে ওয়ারেন্টভুক্ত দুইজনকে কেক নিয়ে তার কাছে পাঠিয়েছেন, যা তিনি পরে বুঝতে পেরেছেন।

জানা গেছে, গত ২ মার্চ ছিল ওসি ওসমান গণির জন্মদিন। ওই দিন তার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন এবং মিষ্টিমুখ করান রুবেল ও আলিফ নামের হত্যাচেষ্টা মামলার দুই পলাতক আসামি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওসমান গণি চার মাস আগে চকরিয়ার থানার ওসি হিসেবে যোগ দেন। মাত্র চার মাসের মাথায় তিনি প্রত্যাহার হলেন।

Link copied!