ফরিদপুরের সালথায় ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জব্বার খালাসী (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
কমান্ডার শফিকুল ইসলাম জানান, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বুড়িদা বাজার এলাকা থেকে জব্বার খালাসীকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা জব্বার খালাসী উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের মো. হিংগুল খালাসীর ছেলে।
এ সময় জব্বার খালাসীর কাছ থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, সিমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে ফরিদপুরে সালথা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।