• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউপি নির্বাচন : সাতকানিয়ায় দুই পক্ষের গোলাগুলি


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ১২:২০ পিএম
ইউপি নির্বাচন : সাতকানিয়ায় দুই পক্ষের গোলাগুলি

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

দুই বিবদমান চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের অনুসারীদের এ সংঘর্ষ চলে।

এ ঘটনায় খাগরিয়া ইউনিয়নের খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টা থেকে দুই কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। প্রথমে লাঠিসোঁটা পরে আগ্নেয়াস্ত্র নিয়ে দুইপক্ষ চড়াও হয়। 

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, পুলিশ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতেও গোলাগুলি চলে। পরে বেলা ১১টার দিকে কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। দুই পক্ষে মারামারি শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি গুলি করে।

সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!