• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আত্রাইয়ে ট্রাকচাপায় একজনের মৃত্যু


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ১২:৫৩ পিএম
আত্রাইয়ে ট্রাকচাপায় একজনের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মো. নাদিম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বারনীতলা বাজার এলাকার বালু পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাদিম রানীনগর থানার রানীনগর গ্ৰামের আরিফুজ্জামানের ছেলে। 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে নাদিম বালু পয়েন্টে ট্রাকে বালু নেওয়ার জন্য রাস্তা তৈরি করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!