• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৪, ০৯:৫৫ পিএম
প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি এলাকার আব্দুর রব সরদারের ছেলে রনি সরদার টুটপাড়ার স্থানীয় জনকল্যাণ সরকারি স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা তার পথ আটকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি কামাল হোসেন বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!