পটুয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. জহিরুল ইসলাম (৫০) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জহিরুল বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. হারেজ মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক ছিলেন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এস ফয়সাল আহম্মেদ বলেন, “গত কয়েক দিন ধরে জহিরুল জ্বরে ভুগছিলেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জহিরের শারীরিক অবস্থা দেখে লাইফ সাপোর্টে রাখলে শনিবার ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।”
বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান যুবলীগের এই নেতা।





































