কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে বশির উল্লাহ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জুন) ভোর ৫টার দিকে উখিয়ার ১০ নম্বর ক্যাম্পের এইচ/৩২ ব্লকে এ ঘটনা ঘটে। বশির উল্লাহ ওই ক্যাম্পের ফজু মিয়ার ছেলে।
ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ১০ থেকে ১২ রাউন্ড গুলি বিনিময় করে। এ সময় বশির উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্প-৯-এর আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কক্সবাজার যাওয়ার পথে তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।